• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ভয়াল কালরাত স্মরণে কুবির বাংলা বিভাগে মোমবাতি প্রজ্বলন 


কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৫, ২০২২, ০৯:০৯ পিএম
ভয়াল কালরাত স্মরণে কুবির বাংলা বিভাগে মোমবাতি প্রজ্বলন 

২৫ মার্চ ভয়াল কালরাত স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগ মোমবাতি প্রজ্বলন করেছে বিভাগের করিডোরে। 

শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যা ৭ টায় এ মোমবাতি প্রজ্বলন করা হয়। 

মোমবাতি প্রজ্বলনের আগে ভাষা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাসুদ আলমের সঞ্চালনায় বিভাগের করিডোরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ভাষা সাহিত্য পরিষদের ভিপি নূর উদ্দিন রাসেল, বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোকাদ্দেস-উল-ইসলাম, বিভাগের সভাপতি অধ্যাপক ড. জি.এম মনিরুজ্জামান।

এ সময় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলার কথা তুলে ধরেন।

মোমবাতি প্রজ্বলনের সময় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা ছাড়াও আরও উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ হাবিবুর রহমান ও প্রত্নতত্ব বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন।

১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী কাপুরুষের মতো ‘অপারেশন সার্চলাইট’ নামে ঢাকাসহ সারা দেশে নিরস্ত্র বাঙালিদের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে। মেতে ওঠে ইতিহাসের নৃশংসতম গণহত্যায়, যা কালরাত হিসেবে পরিচিত।

Link copied!